শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৩৮১ বা পড়া হয়েছে

গত শনিবার দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও দৈনিক প্রতিদিনের বানীসহ স্থানীয় পত্রিকায় “নবীগঞ্জের পাইকপাড়া মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তেজনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বঠে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রকৃত ঘটনা হলো, আমি দীর্ঘ ৭/৮ বছর ধরে উক্ত মসজিদের ক্যাশিয়ার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন স্থান থেকে মসজিদের উন্নয়নে আর্থিক অনুদান এনেছি। নিজেও অনেক অর্থ অনুদান দিয়েছি। স্বচ্ছতার সাথে হিসাব নিকাশ কমিটিসহ এলাকাবাসীর নিকট উপস্থাপন করে আসছি। গেল ইউপি নির্বাচনে একটি বিশেষ মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার বিপক্ষে অবস্থান নিয়ে নানা অপপ্রচার শুরু করে। নির্বাচনের পরে ওই মহলটিই আবার মসজিদ কমিটি থেকে আমাকে বাদ দেয়ার ষড়যন্ত্র শুরু করে। গত শুক্রবার জুম্মার নামাজের আগে কমিটির সভাপতি নতুন করে কমিটি গঠনের জন্য প্রস্তাব দেন। এনিয়ে আলোচনার এক পর্যায়ে বেশীর ভাগ মুসল্লী ঈদের পরে কমিটি গঠনের মত প্রকাশ করেন। কতিপয় কিছু লোক ও আমার বিরোধীতাকারীরা ওই দিনই কমিটি গঠনের দাবী করেন। এ নিয়ে তাদের সাথে মুসল্লীদের বাদানুবাদ হয়। মসজিদের হিসাব নিকাশ নিয়ে কোন কথা হয়নি। কিন্তু ওই চক্রটি সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার হীন মানসে সাংবাদিকদের ভুল তথ্য উপস্থাপন করে উক্ত মনগড়া, মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। সংবাদে আমি মসজিদের টাকা আত্মসাত করার চেষ্টা করছি বক্তব্যটি পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। পবিত্র মসজিদ নিয়ে যারা নোংরা রাজনীতি করেন তারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। আমি মনে করি যে কোন মুহুর্তে মসজিদ কমিটি গঠনে প্রস্তুত আছি। এবং নতুন কমিটিতে যারাই আসবেন, তাদের কাছে মসজিদের আয়, ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতে কৃর্পনতা করবো না। তবে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরুধ করছি। অন্যতায় আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। আমি উক্ত মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শেখ সাদিকুর রহমান শিশু
সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান
পাইকপাড়া, নবীগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com