শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জের বিবিয়ানা এলাকার উন্নয়নে অবদান রাখছে শেভরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৩৮৯ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানা এলাকায় অবকঠামোর উন্নয়নে সহায়তা দিচ্ছে শেভরন। কৃষিখাতে উন্নয়নে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নির্মাণে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়াও অকাল বন্যা নিয়ন্ত্রনে প্রতিরোধক বাঁধ ও যোগাযোগ ব্যবস্থা সংস্কারে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। কুশিয়ারা বাঁধ ও সড়ক সংষ্কার প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শেভরন সূত্র জানায়, উপজেলার বিবিয়ানা এলাকায় ফসল রক্ষা বাঁধ ও সড়ক নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছে শেভরন। সম্প্রতি শেভরনের সহায়তায় নির্মিতব্য কসবা-ইনাতগঞ্জ বাঁধ ও সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। উপজেলার গ্রামীণ জনপদে বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়কের সংষ্কার হয়েছে। কুশিয়ারা তীরবর্তী ইনাতগঞ্জ ও দীঘলবাঁক ইউনিয়নে সহা¯্রাধিক কৃষি জমি অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে উন্নয়ন প্রকল্পের ডিজাইন প্রণয়ন করেছে শেভরন। বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ এবং ওয়েষ্ট প্যাড সংলগ্ন ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা-ইনাতগঞ্জ বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক এবং দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর গ্রামের ঝুকিপূর্ণ বাঁধ তথা সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়। বাঁধ নির্মানের ফলে প্রায় ১০০০ হাজার একর জমির আমন ধান রোপন ও বোরো ধান উৎপাদন নিরাপদ হয়েছে। যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত এবং শিক্ষার্থী ও পথচারীদের যাতায়াতের পথ সুগম হয়েছে। শেভরন কর্তৃপক্ষের দাবি যোগাযোগ ব্যবস্থার সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। শেভরনের ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার বলেন, বন্যা প্রতিরোধক বাঁধ ও সড়ক নির্মাণ প্রকল্পে সহায়তার জন্য ইউনিয়ন পরিষদ ও এলাকার লোকজনকে সাধুবাদ জানাই। তিনি বলেন, বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট ও এলাকার উন্নয়নে বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর সুফল স্থানীয় জনপদের লোকজন ভোগ করছে। গ্যাসপ্ল্যান্টের সুপারিনটেনডেন্ট অষ্টিন প্রাঞ্জার বলেন, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। বাঁধ নির্মাণের ফলে আগাম বন্যার হাত থেকে কৃষকদের ফসল রক্ষা পাবে। পাশাপাশি এই বাঁধের উপর দিয়ে চলাচল করতে পারবে। ওদিকে, শেভরন বাংলাদেশ এর দুর্যোগ সহায়তা তহবিলের অর্থায়নে বিবিয়ানা নর্থপ্যাড সংলগ্ন দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর বন্যা প্রতিরোধক বাঁধ তথা সড়ক উদ্বোধন করা হয়েছে। বাঁধটি যথাসময়ে নির্মিত হওয়ায় প্রায় ১৫০০ একর ফসলি জমির উৎপাদন নিরাপদে উত্তোলন করা সম্ভব হয়েছে। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে ওই এলাকার প্রায় ১০০০০ হাজার একর জমির চাষাবাদ ও পাকা ফসল চরম ঝুঁকিতে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com