এক্সপ্রেস রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ফজলুল হক মিলন ও নাজিম উদ্দিন আলমকে পুলিশ গ্রেফতার করেছে। পরে নাজিম উদ্দিন আলমকে ছেড়ে দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিন্থি সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠান থেকে বের হবার পরপরই গোয়েন্দা পুলিশ খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করে। এর ঘন্টাখানেক পর রাজধানীর বারিধারায় বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের একটি ব্যবসায়িক কার্যালয় থেকে গ্রেফতার করা হয় মিলন ও আলমকে। গতকাল সন্ধ্যায় গুলশানের বাড়িতে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণার পরপরই গ্রেফতার হন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তাদেরকে মিন্টু রোডস্থ গোয়েন্দা দফতরে রাখা হয়েছে। এদিকে খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারের খবর পেয়ে অর্ধশতাধিক আইনজীবী ডিবি কার্যালয়ের সামনে যান। তবে তাদের কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে কোন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
তবে মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৮ দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির আগের দিন গত ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন ‘উস্কানিমূলক’ বক্তব্য প্রদান করেন। এর পরের দুই দিন দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপিপন্থি সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। এ অনুষ্ঠানে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। ৫ জানুয়ারির নির্বাচনকে ‘কলঙ্কিত নির্বাচন’ বলে উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, এই নির্বাচনের ওপর কোনো বৈধ সরকার হতে পারে না। যারা বলছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন, তারা সঠিক কথা বলছেন না। এরপর দুপুর ২টার দিকে অনুষ্ঠান শেষে বের হবার পরপরই মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ।
অপর দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর বিভাগের) একটি টিম গতকাল বিকাল তিনটার দিকে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের বারিধারাস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। ভবনের তিন তলার এ কার্যালয়ে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী শিরীন সুলতানা, জয়নাল আবদীন ফারুক, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, বিএনপি সাংসদ লায়ন হারুনুর রশিদ ও আশরাফউদ্দিন। পুলিশ প্রথমে সবাইকে নিচে নামিয়ে এনে গাড়িতে তোলে। নাজিমউদ্দিন আলমকে ছেড়ে দেয়া হয়েছে।