বুধবার, ২৮ মে ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগর মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সাদিকুল ইসলাম পাবেল বহিস্কার মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা মহাসড়কে ট্রাক চাপায় বাসের হেলপার নিহত বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক

নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসী তরুণ সমাজসেবক ইমরান সুস্থ হয়ে উঠেছেন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের গ্রেটার মানচেস্টারের ওল্ডহ্যাম শহরের বাসিন্দা, যুব সংগঠক ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান সুস্থ হয়ে উঠেছেন। তিনি সুস্থ হয়ে উঠায় তার স্বজনদের পাশাপাশি তার শুভাকাংখিরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছেন। হেল্প ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা মোফাজ্জল চৌধুরী ইমরান জানান, ২০১৪ সালে শরীরে পানির থলিতে (ব্লাডারে) গুরুতর রোগ দেখা দেয়, যার মধ্যে দিয়ে রক্তক্ষয় হতো। ২০১৫ সালের প্রথম দিকে তা ফুসফুসের (ল্যাং এর) মধ্যে ছড়িয়ে যায়। রক্তক্ষয় হতো মুখ দিয়ে। একটা সময়ে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়লে তাকে চিকিৎসকরা রেডিওথেরাপি দেয়া শুরু করেন। তার মধ্যে অনেকটা সময় ভাল-খারাপের মাঝে গিয়েছে। গত ১১ মে চিকিৎসকরা তাকে জানিয়েছেন, মরণব্যাধি রোগ থেকে তিনি পুরোপুরি সুস্থ। তবে ফুসফুসের মধ্যে অন্য কিছু সমস্যা আছে যা চিকিৎসার মাধ্যমে কিছুদিনের ভিতরে সুস্থ হওয়ার আশা করা যাচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, দানশীল ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান প্রতি বছরই তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোণাপাড়াসহ আশপাশের এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে থাকেন। তিনি ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করে তাদের পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়া এতিমদের মধ্যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com