প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামীকাল ৩০ এপ্রিল শনিবার নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক পবিত্র মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রিয় আল-ইসলাহ সহ প্রচার সম্পাদক কাজী মাওঃ এম হাসান আলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। এছাড়াও বক্তব্য রাখবেন, কেন্দ্রীয়, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখার দলীয় নেতৃবৃন্দ। সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতা। উক্ত সুধী সমাবেশকে সফল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, প্রাথমিক আঞ্চলিক কলেজ মাদরাসা গ্রাম সর্বত্র দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সুধী সমাবেশকে সফল করতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয নেতৃবৃন্দ সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উক্ত সুধী সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয সভাপতি মোঃ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।