মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

কেমন চলছে হবিগঞ্জ

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ শান্ত হবিগঞ্জ অশান্ত হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা নেই। তবু ও শান্তিতে নেই মানুষ। প্রতিনিয়ত চুরি ছিনতাই রাহাজানি দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। অপহরণ, খুন ও গুমের মত ঘটনা এন্তার ঘটে চলেছে। আইন প্রযোগকারী সংস্থা প্রাণপণ চেষ্টা করেও সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা দিতে হিমসীম খেতে হচ্ছে। কেন এই অসহনীয় দুর্ভোগ ? দ্রব্য মূল্যের যাতাকল মানুষের সহনীয় পর্যায়ে চলে আসলেও নিত্যদিন বিদ্যুতের লোড শেডিং আর মূল্যবৃদ্বিতে জনজীবনে যেন মরার উপর খড়ার গা হয়ে দেখা দিয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জের অবস্থা সুখকর নয়।
সিলেট বিভাগের প্রবেশদ্ধার হবিগঞ্জ জেলা রাজনৈতিক সৌহাদ্যের অনন্য উদাহরণ হলেও হালে আইনশৃংখলা অবস্থা ভাল নেই। চলতি বছরেই এ জেলার বিভিন্ন এলাকায় ন্যাক্কার জনক অসংখ্য ঘটনা ঘটেছে। যা দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফেব্র“য়ারীর দ্বিতীয় সপ্তাহে জেলার বাহুবল উপজেলার ৪ স্কুল ছাত্র নিখোঁজ ও পরে হত্যা করে বালির নীচে লাশ চাপা দিয়ে রাখার ঘটনা সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রাথমিক পর্যায়ে পুলিশের গাফিলতি না হলে ৪ শিশুকে জীবিতই মায়ের কোলে ফিরিয়ে দেয়া যেত। অবশ্য এর জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। হত্যাকান্ডের ক্লু উদঘাটন করে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। দেয়া হয়েছে আদালতে অভিযোগপত্রও। কিন্তু পুত্রহারা মায়েদের শুণ্য বুকের আহাজারি কি কেউ থামাতে পেরেছেন ?
এর পর পরই আরো ৪ মাদ্রাসা ছাত্র নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের দৌড়ঝাপ শুরু হয়ে যায়। অবশেষে পুলিশ নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ঘটনা নিয়ে ৩ মাসের এক শিশু কন্যাকে প্রতিহিংসার বলি হতে হয়েছে। ডাকাতির মত ঘটনা অহরহ ঘটছে। এমন অভিযোগ নিত্যদিনের। এছাড়া জেলার সর্বত্রই তুচ্ছ ঘটনা নিয়ে দাঙ্গা হাঙ্গামা প্রতিনিয়ত ঘটে চলেছে। এসব ঘটনারোধে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা থাকার কথা থাকলেও অনেকাংশেই এর কোন আলামত নেই।
অনেক ক্ষেত্রে দেখাগেছে পুলিশ অপরাধীদের আদালতে সোপর্দ করলেও আইনের ফাকফোকড় গলিয়ে অপরাধীরা বেরিয়ে আসছে। বিশেষ করে মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীরা খুব সহজেই আদালত থেকে জামিন পেয়ে আবারো হীন কাজে নিজেকে জড়িয়ে নিচ্ছে। এসব অবস্থা সামাজিক অবক্ষয় না আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার ব্যর্থতা না জনপ্রতিনিধি সহ সমাজপতিদের উদাসিনতা ? এর কি কোন জবাব আছে ?
হবিগঞ্জ জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত চুরি ডাকাতি দাঙ্গা হাঙ্গামা, খুন, গুম, অপহরণের মত অসংখ্য ঘটনা ঘটেছে। গত ফেব্র“য়ারী মাসের প্রথম সপ্তাহে হবিগঞ্জ সদর উপজেলার চারিনাউ গ্রামে পঞ্চায়েতদের আধিপত্য বিস্তার নিয়ে এক সংঘর্ষে আহত একজন মারা গেছেন হাসপাতালে। এর জের ধরে ওই গ্রামে চলেছে তান্ডব। দু’মাস যাবত ন্যাক্কারজনক ঘটনায় শিশু মহিলারা অর্বনীয় নির্যাতনে নিষ্পেষিত হয়ে আসলেও এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা বা কোনো মানবাধিকার সংগঠন ওই এলাকায় পরিদর্শণ করতে দেখা যায়নি। মানবতা যেখানে ভূলুন্ঠিত সেখানে দায়িত্বশীল সংস্থাগুলোর উদাসীনতা জনমনে নানা প্রশ্নের উদ্বেগ করে। এমনই অবস্থায় ধারণ করে আছে যেখানে জনজীবনে উৎকন্ঠা আর উদ্বেগই বিরাজ করছে।
ব্যবসায়ীদের অনেকেই বলছেন সময় খুব একটা ভাল যাচ্ছেনা। কেননা ক্রয়-বিক্রয়ে সামঞ্জস্য নেই। বাজার দর উঠা নামা সহ নিরাপত্তাহীনতা ও প্রকট। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেছেন-ঠিকাদারী ব্যবসা করতে গিয়ে অনেকেই আগাম পার্সেন্টজ গুনতে গিয়ে  সর্বস্ব হারাতে হয়েছে। অনেক ক্ষেত্রেই ওর্য়াক ওর্ডার পাওয়ার পর প্রভুর নজরানা না দিয়ে কাজই শুরু করা যায়না। সব মিলিয়ে এমনই অবস্থা বিরাজমান যে, স্বাক্ষীসাবুদ দিয়ে প্রমান করাও কঠিন।
এমনও ঘটনা রয়েছে যে, রক্ষকরাই অধিকাংশ ক্ষেত্রে ভক্ষকের ভূমিকায় সদর্পে অবতীর্ন হয়েছেন। নদী-নালা খাল বিল, গাছপালা আগেই হজম করে নেয়া হয়েগেছে। অবশিষ্ট সরকারী ভূমি থেকে শুরু করে অসহায় বিধবার শেষ সম্বল মাথা গুজার ঠাইটুকুও হাতিয়ে নেয়ার ঘটনা কম নয়। শেষ পর্যন্ত আর কি গেলা যাবে তার শেষ নেই । তবে এমনই সময় ওদের জন্য অপেক্ষা করছে, যখন নিজেই নিজেকে গিলে ফেলবে। এ সময় হয়তো বেশী দূরে নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com