প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল শনিবার শচীন্দ্র কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অত্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের গভর্নিংবডির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে তৈরী করতে হবে। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে সোনার ছেলে গড়ে ওঠার উপযোক্ত কারখানা।
বিশেষ অতিথি ছিলেন, গভর্নিংবডির সদস্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এডঃ আব্দুল হামিদ, মোঃ আবুল ফজল চোধুরী, মোঃ আলাউদ্দিন, চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এডঃ আব্দূল মুন্তাকিম চৌধুরী, মোঃ তজম্মুল হক চৌধুরী, ডাঃ সুনীল বরণ দেব নাথ চৌধুরী, প্রধান শিক্ষক মহি উদ্দিন আহমেদ, এডঃ মোঃ আব্দুল জলীল, ঠিকাদার মোঃ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ, কাশেম বিলাহ নোমান, ইউপি সদস্য চুনু মিয়া চৌধুরী, আব্দুল মোছাব্বির তালুকদার, নাছির উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উদ্বোধন কমিটির আহŸায়ক প্রভাষক অঞ্জন কুমার সরকার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক দেবল কুমার চৌধুরী ও প্রভাষক মানিক ভট্টাচার্য্য। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এস এম রিয়াজ।