প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌর নির্বাচনে দলের একক প্রার্থী ও মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানস্থ কার্যালয়ে জেলা শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা গত ১২ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সনের আহŸানে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ এমরান ও যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দেন। তাদের প্রত্যাহারের মধ্যে দিয়ে হবিগঞ্জে ধানের শীষের বিজয় সূচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, শাম্মী আক্তার শিপা, এডঃ কামাল উদ্দিন সেলিম, এম.জি মোহিত, মহিবুল ইসলাম শাহিন, মোতাকাব্বির খান আক্কাছ, ফারুক আহমেদ, এডঃ আফজাল হোসেন, দেলোয়ার হোসেন দিলু, কামাল সিকদার, এস.এম আওয়াল, মুকিম চৌধুরী, এস.এম সোহাগ, এডঃ ফারুক আহমেদ, আলমপনা চৌধুরী মাসুদ, জহিরুল ইসলাম সেলিম ও আব্দুল আহাদ আনসারী প্রমূখ।