পাবেল খান চৌধুরী \ আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠছে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। বর্ণিল সাজে সেজেছে হবিগঞ্জের ক্রীড়াঙ্গণ।
হবিগঞ্জ জেলার ইতিহাসে সেরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাঠে গড়াচ্ছে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ৮ জেলার অংশ গ্রহণে মাস ব্যাপী টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্টানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্টানকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্ণামেন্টের প্রধান উদ্যোক্তা আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও প্রাণ গ্র“পের পরিচালক ইলিয়াছ হোসেন মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্টানের। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পি বাউল সম্রাঞ্জী বলে খ্যাত মমতাজ বেগম এমপি, চিত্র নায়িকা মৌসুমী, ক্লোজ আপ ওয়ান তারকা রিংকু, পাওয়ার বয়েজ তারকা সজল ও টিনা মোস্তারি। আর আগামী ১২ জানুয়ারী অনুষ্টিত হবে টুর্ণামেন্টের প্রথম খেলা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে সুনামগঞ্জ জেলা বনাম নরসিংদী জেলা দল। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও স্বাগতিক হবিগঞ্জ জেলা। প্রসঙ্গত, এমপি আবু জাহিরের পৃষ্টপোষকতায় এটি চতুর্থ আয়োজন। এর আগে জেলা ও আন্ত উপজেলা পর্যায়ে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেটেও প্রিমিয়ার ক্রিকেট লীগ এমপি আবু জাহির পৃষ্টপোষকতা করেছেন একাধিক বার।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক ফরহাদ হোসেন কলি জানান, এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার শক্তিশালী ৮টি জেলা অংশ গ্রহণ করছে। টুর্ণামেন্টের উদ্যোক্তা এমপি এডঃ মোঃ আবু জাহির জানান, একজন জনপ্রতিনিধি হিসাবে অন্যান্য কাজের সাথে খেলাধুলার উন্নয়নও দায়িত্ব মনে করে বিভিন্ন টুর্ণামেন্টে সম্পৃক্ত হই। জনগন আমাকে নির্বাচিত করায় আধুনিক স্টেডিয়াম করেছি। এখন এটিকে সক্রিয় করতে সব ধরনের সহযোগিতা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমান জানান, সময়ের সাথে পালা দিয়ে এগিয়ে যাচ্ছে ফুটবল। আর হবিগঞ্জের মাঠিতে অতীত ইতিহাসের হিসেবে এমপি আবু জাহির ফুটবল টুর্ণামেন্ট বলে গৌরব অর্জন করবে। তিনি উক্ত খেলা সফলভাবে সম্পন্ন করতে হবিগঞ্জবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন।