মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

রওশন এরশাদই এখন জাপার প্রধান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৪০৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বর্তমানে জাপার সকল কার্যক্রমই চলছে দলের মাতা রওশন এরশাদের নির্দেশে। সাধারণত জাতীয় পার্টির পিতা হুসেইন মুহম্মদ এরশাদ আর মাতা হচ্ছেন রওশন এরশাদ এরকমই মানেন দলের সকলে। পিতা অসুস্থ থাকায় মাতা রওশন এরশাদের নির্দেশে চলছে জাতীয় পার্টি। যদিও এনিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ ধুম্রজাল চলছিল। কথা উঠেছিল এরশাদ চিকিৎসা নিতে বিদেশ গেলে দলের হাল ধরবেন তার স্ত্রী রওশন এরশাদ। তবে এরশাদ বিদেশ না গেলেও জাপা যে তার (রওশন) নির্দেশে চলছে তা স্পষ্ট করেছেন দলের দুই নেতা লিয়াকত হোসেন খোকা ও সেলিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা রওশন এরশাদের সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করে সাংবাদিককের কাছে এসব বলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন এই দুই নেতা। এছাড়াও তিনি আরো বলেন, জাতীয় পার্টির ৮৫ জন প্রার্থী লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন রওশন এরশাদের নির্দেশে। আর ২১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেইনি। এ সময় খোকার সঙ্গে থাকা জাতীয় পার্টির অপর যুগ্ম মহাসচিব সিলেট-৫ আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও আমাদের সঙ্গে আছেন, তিনিও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে সিএমএইচ হাসপাতালে দেখা করেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এ সময় এরশাদ রওশন এরশাদের নির্দেশ কাজ করার নির্দেশ দেন। তবে সেলিম জানান, ‘স্যার (এরশাদ) সুস্থ হয়ে ফেরার পর যদি নির্দেশ দেন পদত্যাগ করতে তাহলেই সেই মুহূর্তেই আমরা পদত্যাগ করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com