বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের মনসুর ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পিডিজি রোটারিয়ান ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণরস স্পেশাল এইড রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের জিএসআর ও রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সিলেট জোনের জোনাল ডিরেক্টর রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী। অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান নজমুল হকের পরিচালনায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল। রোটারী ইনভোকেশন পাঠ করেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার রোটারিয়ান তাজুল ইসলাম। প্রথম পর্বে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০১৪-১৫ সালের কমিটির কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি রোটারিয়ান হারুনুর রশিদ চৌধুরী। এ সময় ক্লাবে যাদের উপস্থিতি ছিল সর্বোচ্চ তাদের পুরস্কৃত করা হয়। পরে নয়া প্রেসিডেন্ট রোটারিয়ান তবারক আলী লস্করের গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দিয়ে তাকে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। পরে নয়া প্রেসিডেন্ট রোটারিয়ান তবারক আলী লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের উপস্থিতির পার্সেন্টেজ তুলে ধরেন সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন। ভোট অব থাঙ্কস প্রদান করেন রোটারিয়ান মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে বক্তৃতা করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর সেক্রেটারী রোটারিয়ান অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ এসএস আল আমিন সুমন, রোটারিয়ান শরীফ উল্লাহ ও রোটারিয়ান রুমা মোদক। অভিষেক উপলক্ষে রোটারিয়ান অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সম্পাদনায় একটি স্যুভেনীর প্রকাশিত হয়। স্যুভেনীরের মোড়ক উন্মোচন করেন এমপি আবু জাহির। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রোটারিয়ান নাজমুল মোস্তফা সুগিত, রোটারিয়ান অনিরুদ্ধ কুমার ধর শান্তুনু, রোটারিয়ান নুর উদ্দিন জাহাঙ্গীর, রোটারিয়ান আব্দুল হাদী সোহাগ, রোটারিয়ান হাফিজুল ইসলাম, রোটারিয়ান নোমান খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন মানব সেবার মহান ব্রত নিয়ে হবিগঞ্জে আরো রোটারী ক্লাব সৃষ্টি হোক এ প্রত্যাশা করি। বিশেষ অতিথির বক্তৃতায় পিডিজি রোটারিয়ান ডাঃ মঞ্জুরুল হক চৌধুরীও হবিগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলায় নতুন ক্লাব গঠনের পক্ষে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উপহার প্রদান করা হয়। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com