বুধবার, ২৮ মে ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগর মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সাদিকুল ইসলাম পাবেল বহিস্কার মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা মহাসড়কে ট্রাক চাপায় বাসের হেলপার নিহত বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক

নাহিদ টেক্সটাইলের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার জমি দখলের অভিযোগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ জামে মসজিদ ও মাদ্রাসার ভূমির উপর লুলুপ দৃষ্টি পড়েছে নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড নামে ব্যক্তি মালিকাধীন একটি কোম্পানীর। ওই প্রতিষ্ঠানটি ১১ শতক ভূমি দখলের পায়তারা করছে ফাইন ট্রেক্সটাইল কোম্পানী কর্তৃপক্ষ। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ জামে মসজিদ ও মাদ্রাসার মোতওয়াল্লী হাফেজ ইউসুফ ইবনে ইসহাক।
অভিযোগ সূত্রে জানা গেছে, তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ জামে মসজিদ ও মাদ্রাসার মোতাওয়াল্লী হাফেজ ইউসুফ ইবনে ইসহাক ও ইসরাইল মিয়া বিগত ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর ৪৪২৯ নং রেজিষ্ট্রি দলিলমূলে ৪ শতক এবং ২০০৪ সালের ২২ ডিসেম্বর ৩৭১৯ নং দলিলমূলে ৭শতকসহ মোট ১১ শতক ভুমি খরিদ করে ২০১৩ সালের ২১ মে উক্ত মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াক্ফ করে দেন। তখন থেকে ১১শতক ভূমি মসজিদ ও মাদ্রাসার কাজে ব্যবহার হচ্ছে। ইদানিং নাহিদ ফাইন টেক্সটাইল কোম্পানী ওই ১১ শতক ভূমি দখলে নেয়ার পায়তারা শুরু করছে। এলাকার চিহ্নিত কিছু ভূমিখেকোর সহায়তায় ওই কোম্পানী মসজিদ ও মাদ্রাসার ভূমিটুকু গ্রাস করার জন্য দখল কিংবা ভূমির আকৃতি পরিবর্তন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্থানীয় ভূমিখেকোরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই ভূমি দখলের কারনে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হানবে এবং এতে করে জানমালের ক্ষতির আশংকা রয়েছে বলে উল্লেখ করা হয়। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com