স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কে ইমা গাড়ির ধাক্কায় আল আমিন (১২) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রের পা ভেঙ্গে গেছে। সে উত্তর সাঙ্গর গ্রামের খন্দকার মুসলিম উদ্দিনের পুত্র। আল আমিন উত্তর সাঙ্গর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। গতকাল বিকেল ৩টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে উত্তর সাঙ্গর বাজারের নিকট ইমা গাড়ি ধাক্কা দিলে সে রাস্তার পাশে সিটকে পড়ে। এতে তার একটি পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে চালকসহ গাড়ি পালিয়ে গেছে।