আবুল কাশেম, লাখাই থেকে ॥ ঈদের পরদিন লাখাইয়ে ৮ গ্রামবাসীর সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হবার ঘটনায় ১৫৮ জনের নাম উল্লেখ করে ৫ গ্রামের প্রায় ৪০০ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। এর মধ্যে বকুল মিয়া হত্যা মামলায় ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জন এবং কদম আলী হত্যার ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১১০ জনকে আসামীভূক্ত করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পুলিশি গ্রেফতার এড়াতে ৫টি গ্রাম পুরুষ শুন্য রয়েছে। উল্লেখ্য, ঈদের আগের দিন শুক্রবার বিকেলে তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম মলাই মিয়ার ছেলে জাকির মিয়া বুল্লা বাজারে সিংহ গ্রামের ফল ব্যবসায়ী শাহজাহান মিয়ার দোকানে আম ক্রয় করতে যায়। এ সময় আমের মূল্য নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে জাকির মিয়া উত্তেজিত হয়ে শাহজাহানকে থাপ্পড় মারে। এ ঘটনায় তেঘরিয়া ও সিংহগ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে ঈদের পরদিন রবিবার সকালে তেঘরিয়া ও সিংহগ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে তেঘিরিয়া গ্রামের পক্ষ নিয়ে পশ্চিম বুল্লা, শুমেস্বর, মৌবাড়ি ও মশাদিয়া গ্রামের লোক জন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সিংহগ্রামের কদম আলী (৫০) ও তার ভাতিজা বকুল মিয়া (৩৫) মারা যান। সংগর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। প্রায় ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষে সিংহগ্রামের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪১ রাউন্ড রাবার বুলেট ও ৩টি টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
উল্লেখিত ঘটনায় বকুল মিয়া হত্যার ঘটনায় স্ত্রী তফুরা আক্তার বাদী হয়ে ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম মলাইকে প্রধান আসামী করে তেঘরিয়া, সুমেশ্বর ও মৌবাড়ি গ্রামের লোকজনকে আসামী করা হয়েছে।
অপর দিকে কদর আলী হত্যার ঘটনায় তার ছেলে জয়নাল মিয়া বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে ১০০/১১০ জনকে আসামী ভূক্ত করা হয়েছে। মামলায় তেঘরিয়া গ্রামের মুখলেছ মিয়াকে প্রধান আসামী করে তেঘরিয়া, পশ্চিম বুল্লা ও মশাদিয়া গ্রামের লোকজনকে আসামী করা হয়েছে।
এদিকে হত্যার ঘটনার পর থেকে পুলিশি গ্রেফতার এড়াতে তেঘরিয়া, সুমেশ্বর, মৌবাড়ি, পশ্চিম বুল্লা ও মশাদিয়া গ্রাম পুরুষ শুন্য রয়েছে। বুল্লা বাজারেও উল্লেখিত ৫ গ্রামের লোকজন আসছে না। বুল্লা বাজারে রয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প।
এদিকে দু’টি হত্যার ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।