স্টাফ রিপোর্টার ॥ নদী ও ছড়া থেকে মাটি, বালু উত্তোলন করায় চা বাগান এলাকার টিলা ভেঙে পড়ছে। এ ছাড়া অতিবর্ষণ ও পাহাড়ি ঢলেও অনেক টিলা ভেঙে যাচ্ছে। পাশাপাশি সড়ক, মহাসড়ক ও আন্ত-মহাসড়কের অনেক স্থানে ব্রিজ ধ্বসে পড়ারও উপক্রম হয়েছে। সরকারি রাজস্ব আদায়ের নামে হবিগঞ্জের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় প্রশাসন নীরব। পরিবেশ আন্দোলনকারী বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ ভিন্নধর্মী কর্মসূচি পালন করছে। সিলেটকে চা ও বনজ সম্পদ আয়ের অন্যতম স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে পরিলতি হচ্ছে সেই সবুজ শ্যামল সিলেটকে মরুভূমিতে পরিণত করার হীন প্রক্রিয়া চলছে। অনেকেই আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা শিল্প এখন ধ্বংসের মুখোমুখি। চা বাগানগুলোর ছড়া থেকে বালি, মাটি উত্তোলনে লিজ দেয়ায় চা বাগান অধ্যুষিত এলাকা এখন দিন দিন ধ্বসে পড়ছে। এসব বিষয় নিয়ে জেলা বা উপজেলা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। এ অবস্থা চলতে থাকলে এক সময় চা বাগানগুলো ছোট হয়ে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।