স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে গত ৩দিন ধরে ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দায় পরে রয়েছে। তার কোন খোজ খবর নিচ্ছেনা কেউ। এমনকি হাসপাতারের ডাক্তারও না। কি কারণে তিনি পরে আছেন তাও কেউ জানেনা। ওই ওয়ার্ডের আসা যাওয়ার পথে অনেকেই নাকে রুমাল দিয়ে চলা চল করতে হয়। তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ প্রতিনিধি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেলে সে কথা না বলে আকার ইঙ্গিতে জানায়, ৩ দিন ধরে না সে এখানে আছে। সে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন। এ ছাড়া আর কিছুই বলতে পারেনা।