শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু ॥ যুবতী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। অপর এক ঘটনায় এক যুবতী আহত হয়েছে। মৃত আমেরিকা প্রবাসী যুবক হচ্ছে-হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আব্দুল্লাহর পুত্র বাহার (১৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠার পর বাহার বাসার ছাদে ব্যায়াম করতে যান। এসময় অসাবধানতাবশত ৩৩ হাজার কেভির লাইনে বিদ্যুতস্পৃষ্ট হলে তার পুরো শরীর জ্বলসে যায়। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপরদিকে উমেদনগর স্ট্যান্ড এলাকায় আজিজ মেশিনারীজের দোকানের ছাদে সোহেলা (১৮) নামে এক যুবতী কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নীচে সিটকে পড়ে আহত হয়। লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়। সে বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের আব্দুল হকের কন্যা। উমেদনগর এলাকায় সে তার বোনের বাসায় বেড়াতে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com