বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় আঙ্গুর মিয়া ও বড় মিয়ার চাচাতো ভাই ॥ বানিয়াচঙ্গের রাজাকার রাজ্জাক দুর্গম পাহাড় থেকে গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামী আব্দুর রাজ্জাককে (৬৩) মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুন্যাল আদালত-২ এ পাঠানো হবে। আব্দুর রাজ্জাক বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত তজই উল্লার পুত্র। রাজ্জাক মানবতা বিরোধী অপরাধে ইতিপূর্বে গ্রেফতারকৃত বানিয়াচঙ্গ উপজেলার কাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়ার চাচাতো ভাই। তাদের সঙ্গে একই মামলার এজহার নামীয় আসামী রাজ্জাক। গত রোববার তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২। রোববারই এ ৩ আসামীর বিরুদ্ধে ৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও  তাপস কান্তি। আগামী ২৫ মে তা আমলে নেওয়ার বিষয়ে শুনানী ও আদেশের দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। গত ৩০ এপ্রিল ওই মামলার আসামী মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। সে সময় এ মামলার তদন্তকালে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তার বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউশন।
রাজ্জাকের বিরুদ্ধে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ১০ ফেব্র“য়ারি মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত ৩০ এপ্রিল বড় মিয়া ও আঙ্গুর মিয়ার বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদনে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। এ প্রেক্ষিতে গত ১৭ মে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুন্যাল আদালত-২ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বড় মিয়া, আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ২০১৪ সালের ১১ ফেব্র“য়ারি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২৮ এপ্রিল শেষ করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, কুমুরশামা গ্রামের বাসিন্দা গ্রেফতারকৃত মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া মুক্তিযুদ্ধকালীন সময়ে এলাকায় রাজাকার বাহিনী গড়ে তোলেন। তাদের মধ্যে বড় ভাই ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান ও ছোট ভাই ছিলেন রাজাকার কমান্ডার। তাদের সহযোগী হিসেবে ছিলেন তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক। আসামিরা এলাকার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে ধরিয়ে দেন।
অভিযোগপত্রে বলা হয়, একাত্তর সালের ১১ নভেম্বর বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে মরদেহ গুম করে ফেলেন আসামিরা। তারা মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি মরহুম মেজর জেনারেল এম এ রবের বাড়িতে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেন। এছাড়া ওই এলাকার উত্তরপাড়ায় তাদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী মঞ্জব আলীর স্ত্রী ও আওলাদ ওরফে আলাত মিয়ার ছোট বোনকে ধর্ষণ করে। পরে আলাত মিয়ার বোন বিষপানে করে আত্মহত্যা করেন। শেষ অভিযোগে বলা হয়েছে, একাত্তর সালের বাংলা ভাদ্র মাসের কোন এক দিন আনছার আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালান তারা। ওই নির্যাতনে পঙ্গু হয়ে যান আনছার আলী।
তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতারে গত ১০ ফেব্র“য়ারি আবেদন জানান প্রসিকিউশন। আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। ১১ ফেব্র“য়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতার করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। ১২ ফেব্র“য়ারি হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের বিচারিক হাকিম রাজীব কুমার বিশ্বাসের আমলী আদালতে মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৫ কার্যদিবসের মধ্যে বানিয়াচং থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে মামলাটি আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে গত ১১ মার্চ রাজাকার কমান্ডার মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থা।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, আব্দুর রাজ্জাক মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর থানার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com