নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বজ্রপাতে ধন মিয়া (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত (প্রকাশিত লামলির পাড়) গ্রামের নিকটস্থ আগনার হাওরে এ ঘটনা ঘটে। ধন মিয়া ওই গ্রামের মৃত জাফর উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কৃষক ধন মিয়া আগনার হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে স্থানীয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।