বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ॥ বাড়িতে হামলা অগ্নি সংযোগ ॥ ১ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কের রুদ্রগ্রাম রোডস্থ সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে সংঘটিত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ১ সিএনজি চালককে আটক করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়িতে অগ্নি সংযোগের ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনী ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
Nabiganj---4in1--pic--25--M R munna coRpyস্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ-আইনগাঁও সড়কের রুদ্রগ্রাম রোডস্থ সিএনজি ষ্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া ও দুলাল মিয়া গংরা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি একই এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে সামছু মিয়া ও খনকারীপাড়া গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী গংরা উক্ত ষ্ট্যান্ড জবর দখলের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা সামছু মিয়ার বাড়ির সামনে ওই সড়কে চলাচলরত সিএনজি গাড়ীতে বাধা দিয়ে আটক করে। গতকাল শনিবার দুপুরের দিকে ষ্ট্যান্ডে খবর আসে সামছু, লিংকন ও রায়েছ বরাক নগরস্থ সামছুর বাড়ির সামনে একটি যাত্রীবাহি সিএনজি গাড়ী আটক করে রাখে। এ খবর পেয়ে ষ্ট্যান্ড থেকে ম্যানেজার ও চালকরা ছুটে গেলে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের কারনে লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাছে যেতে পারেনি। এ সময় সামছুর একটি লাকড়ির ঘরে আগুন দেয়া হয়। সামছুর লোকজন দাবী সিএনজির চালক ও ম্যানেজার তার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অপর পক্ষ বলছে সামছুর লোকজন তার লাকড়ীর ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষের উপর দোষ চাপানোর চেষ্টা করে।
ঘটনা খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার শাহজাহান সিরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ফয়জুর রহমান নামের এক সিএনজি চালককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এদিকে সংঘর্ষে গুরুতর আহত নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে তোফাজ্জল ইসলাম লিংকন (২৮) ও ফারুক মিয়ার ছেলে হেলাল আহমদ (২৪)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com