স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ১১টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে প্রাণ-আরএফএল গ্র“পের। ২০১৪ সালের ৭ এপ্রিল হবিগঞ্জের অলিপুরে সর্বশেষ ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবু মাল আব্দুল মুহিত। মাত্র এক বছরেই ৬০০ বিঘার উপর স্থাপিত এই পার্কে কর্মসংস্থান হয়েছে ১০ হাজার লোকের। যার অর্ধেকের বেশী নারী।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অন্যান্য পণ্যের পাশাপাশি উৎপাদন করা হচ্ছে ‘দুরন্ত’ নামে বাইসাইকেল। এই সাইকেল শুধু হবিগঞ্জেই উদপাদন করা হচ্ছে। আর বিশ্ববাজারে বাংলাদেশর নতুন সম্ভাবনাময় এই পণ্যের বাজার দখলে ‘দুরন্ত’ দিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন প্রাণ-আরএফএল গ্র“প। ৬মাস পূর্বে উৎপাদনে যাওয়া ‘দুরন্ত’ বাইসাইকেল দেশের বাজারে ইতোমধ্যে পরিচিতি পেতে শুরু করেছে। এরই মধ্যে আমেরিকা থেকে একটি প্রতিষ্ঠান ১ লাখ পিস বাইসাইকেল ক্রয়ের জন্য চুক্তি করেছে। অচিরেই আমেরিকার পাশাপাশি ইউরোপ আর মালয়েশিয়ার বাজারে যাবে দুরন্ত। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখন প্রতিদিন উৎপাদন হচ্ছে ১ হাজার পিস সাইকেল।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১ বছর পূর্তিতে পার্কের সম্মেলন কক্ষে হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ এই তথ্য জানান। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ-আরএফএল এর কর্মকান্ড তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন, প্রাণ-আরএফএল গ্র“পের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জিএম হাসান মঞ্জুরুল হক, ম্যানেজার এ্যাডমিন এহসানুল হাবিব, আরএফএল এর জিএম জাফর ইকবাল, হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও আব্দুল্লা আল মামুন।
মতবিনিময়কালে প্রাণ-আরএফএল গ্র“পের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, প্রাণ-আরএফএল এর পণ্য বিক্রির প্রসার ভার্টিকেলি বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার টং দোকানেও প্রাণের পণ্য পাওয়া যায়। বর্তমানে বিশ্বের ১০৮টি দেশে প্রাণের পণ্য রপ্তানী হচ্ছে। দেশে ৬৮ হাজার লোকের কর্মসংস্থান এর পাশাপাশি ও ৭৮ হাজার কৃষকের সাথে পণ্য সরবরাহের চুক্তি আছে।
তিনি আরও জানান, খাদ্য এবং প্লাস্টিক পণ্যের বাইরে নতুন কিছু পণ্য উৎপাদনের লক্ষে হবিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হয়। প্রাণ এর প্রোডাকশন লাইনে যেসব পণ্য উৎপাদন করার পরিকল্পনা রয়েছে সেগুলো হল, বিস্কুট, বেকারী, লিকুইড গ্লোকুজ, বেভারেজ, কনফেকশনারি ও ফেক্সিবল প্যাকেজিং। এছাড়া আরএফএল এর লাইনে ইলেক্ট্রিক ক্যাবল, ইলেক্ট্রনিক্স পণ্য, মেলামাইন পণ্য, বাইসাইকেল, মেডিকেল যন্ত্রপাতি, পিভিসি, মল্টেড প্লাস্টিক, টেক্সটাইল ও টয়লেট্রিজ সামগ্রী।
তিনি জানান, প্রাণ-আরএফএল গ্র“পকে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিদেশী ব্যাংক ঋণ দিয়ে থাকে। পাশাপাশি মিতসুবিসি, ওয়ালমার্টসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সাথে মিলে বিভিন্ন পণ্য উৎপাদন করে। ফলে এখানে পণ্যের মান ও পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার বিকল্প নেই। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে একপি ইটিপি চালু আছে এবং আরও তিনিট নির্মাণাধীন। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়োজিত শ্রমিকের ৮০ শতাংই স্থানীয়। ২/৩ বছরের মধ্যে স্থানীয় চাকুরীজীবির সংখ্যা হবে ৯৫ শতাংশ। এখানে কাজ করতে গেলে অবশ্যই প্রশিক্ষণ নিতে হয়। প্রাণ-আরএফএল গ্র“প সামাজিক দায়বদ্ধতা থেকে অলিপুর এলাকায় মসজিদ নির্মাণ ও শিক্ষার উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে গড়ে তোলা হয়েছে মেডিকেল সেন্টার, স্কুল ও ডে কেয়ার সেন্টার। কলেজ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।