সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন’র স্মৃতিচারণ অনুষ্টান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহান স্বাধীনতার পতাকা উত্তোলন’র স্মৃতিচারণমূলক অনুষ্টান গত ২২ মার্চ অনুষ্টিত হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে নবীগঞ্জের ডাকবাংলা প্রাঙ্গণে ওই দিন বিকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক মিহির কুমার রায় (মিন্টু বাবু)। অনুষ্টানের প্রধান পৃষ্টপোষক এবং তৎকালীন সময়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক পতাকা উত্তোলনকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপের স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। দীপংকর ভট্রার্চায্য দেবু’র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, বীর মুক্তিযোদ্ধা তৎকালীন ঢাকা সরকারী তিতুমীর কলেজের ভিপি কামাল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর মোঃ নুর উদ্দিন বীর প্রতীক, জাপা সভাপতি শাহ আবুল খায়ের, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তণ চেয়ারম্যান সালেহ আহমদ চৌধুরী, আবুল হোসেন আজাদ, জেলা জাসদের সহ-সভাপতি মাসুদ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী মন্টু, ডাঃ সুকেশ দাশ, মাহমুদ চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোজাহিদ আহমদ, আজিজুর রহমান, জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম প্রমূখ। উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্যকালে জনাব আব্দুর রউপ বলেন, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২৩ মার্চ সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের ঘোষনা থাকায় সহপাঠিদের নিয়ে জাতীয় পতাকা সাথে নিয়ে নবীগঞ্জে আসি। এবং মরহুম জননেতা আব্দুল আজিজ চৌধুরীর বাসভবনে বসে নবীগঞ্জে ২২ মার্চ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী নবীগঞ্জের ডাকবাংলায় পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেই ঢাকায় ফিরে যেতে হয়েছিল। ওই পতাকা উত্তোলন অনুষ্টানে তৎকালীন সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ডাঃ নিম্বরুর রহমান চৌধুরী, আলহাজ্ব হিরা মিয়া, আব্দুস ছুবান মাষ্টার, আব্দুল হক চৌধুরী, আব্দুস ছালাম, রামদয়াল ভট্রার্চায্য, আজিজুর রহমান ছুরুক মিয়া ও চারু চন্দ্র দাশসহ অনেক নেতৃবৃন্দ। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষে যারা জীবন বাজি রেখে কাজ করেছেন, মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেছেন তাদের অনেকেই মুক্তিযোদ্ধা তালিকায় নাই। তাদের নাম অন্তর্ভূুক্তির দাবী জানান। প্রধান অতিথির বক্তৃতায় এমপি এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধের সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তালিকা থেকে বঞ্চিত হয়ে থাকলে যাচাইপূর্বক তাদেরকে তালিকায় অন্তর্ভূুক্তি করার জন্য মুক্তিযোদ্ধা সংসদের প্রতি দাবী জানান। বিশেষ অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা কামাল আহমদ বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর নবীগঞ্জে এসে পূর্বে যা দেখেছিলাম, আজও তা দেখছি। এই দীর্ঘ সময়ে নবীগঞ্জের চেহারার পরিবর্তন হয়নি। যা অত্যন্ত দুঃখজনক।
নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, শহীদ ধ্র“ব’র সমাধিস্থল সনাক্ত করে সকলের সহযোগিতায় রক্ষনাাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com