শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আটক ৫ ডাকাত কারাগারে ॥ চাঞ্চল্যকর তথ্য ॥ নবীগঞ্জে অসাধু সিএনজি চালক ও হোটেল বয় ডাকাতের সোর্স

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আটক ৫ডাকাতের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ। ডাকাতদের সোর্স ও আশ্রয়দাতা হিসাবে কারা কাজ করছে তা যাচাই করতে পুলিশ কাজ শুরু করেছে।
একাধিক সূত্র জানায়, ধনাঢ্য এলাকা খ্যাত নবীগঞ্জ উপজেলায় ডাকাতিতে অংশ নিতে ব্রাহ্মনবাড়িয়া, বানিয়াচুং, মাধবপুর এবং চুনারুঘাটের ডাকাতরা বেশ আগ্রহী। হবিগঞ্জ কারাগার কেন্দ্রিক গড়ে উঠে তাদের নেটওয়ার্ক। উপজলোর আউশকান্দি কিবরিয়া চত্বর, গোপলার বাজার টোলপ্লাজা, মহাসড়কের পানিউমদা পরিকল্পনার নিরাপদ স্থান হিসেবে বেঁচে নেয় আন্ত:জেলা ডাকাতদল। মহাসড়কে রাতের বেলায় খোলে রাখা একাধিক হোটেলে কর্মরত হোটেল বয় এবং সিএনজি চালকরা সোর্স হিসেবে কাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি ডাকাতদের জানিয়ে এরা সহায়তা করে। এছাড়াও পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া ডাকাতদের নিরাপত্তায় বিশেষ বাহিনী তৎপর থাকে। জিজ্ঞাসাবাদে ডাকাতরা এমন তথ্য দিয়েছে।
নির্ভরযোগ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৮ মাসে ৪টি ডাকাতির প্রচেষ্টা ভণ্ডল করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ভাড়াটিয়া ডাকাত সংগ্রহ, স্থানীয় পরিকল্পনা এবং আলোচিত কয়েকটি স্পটে নজরদারী বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় খন্ডকালীন সোর্স নিয়োগ দেয়া হচ্ছে। অপারেশন পরিচালনায় কয়েক প্রকার যানবাহন ব্যবহার করছে পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার ক্রামইজোন খ্যাত এলাকার অপরাধী চক্রকে নিয়ে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে পুলিশ। তাদের গতিবিধি নজরদারীতে রাখা হয়। কর্মপরিকল্পনা বাস্তবায়নে তৎপর পুলিশের দুই এসআই। তথ্য সংগ্রহে ওসি লিয়াকত পুরনো সোর্স বাদ দিয়ে নতুন সোর্স নিয়োগ করেন। সোর্স সংক্রান্ত সমঝোতায় ডাকাত চক্র ব্যর্থ হয়। ৮ মাসে চারবার ভণ্ডল হয় ডাকাতির প্রচেষ্টা। ডাকাত ও চোর নিয়ে অতি উৎসাহিদের নজরদারীতে নিয়ে আসেন ওসি লিয়াকত। পুলিশের সোর্স নিয়েও গোপন পরিকল্পনা করেন তিনি।
এদিকে আটক ৫ ডাকাতকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের সমানে গাছ ফেলে ৭/৮ জনের ডাকাতদল ডাকাতির চেষ্টা করে। এর সাথে জড়িত ৫ডাকাতকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com