শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে বিয়ের ৪ দিনের মাথায় প্রেমিকের সাথে নববধুর পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৯১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বিয়ের ৪ দিনের মাথায় প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে ফাঁড়ি জমালো কলেজ ছাত্রী নব বধু রিপা (১৮)। ঘটনাটি ঘটেছে গত ১৬ মার্চ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। এ ঘটনায় রিপার পরিবারের সাথে বর পরিবারের ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনা সামাল দিতে এলাকার মুরব্বীরা চেষ্টা-তদবীর চালাচ্ছেন। এলাকাবাসী জানান, ১১ মার্চ ঘনশ্যামপুর গ্রামের আলী হুসেনের কন্যা, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী রিপার সাথে বিয়ে হয় একই ইউনিয়নের থৈগাও (বড়বাড়ী) গ্রামের আঃ কাদিরের পুত্র শামীমের। এ বিয়েতে বর পক্ষ কনেকে সাড়ে ৩ ভরি ওজনের সোনার গহনা ও সাড়ে ৩ লাখ টাকার কাবিন প্রদান করে। বিয়েতে আহম্মদাবাদ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব বধু শশুরালয়ে ২দিন অবস্থান করে ১৪ মার্চ পিত্রালয়ে আসে। এখান থেকে দীর্ঘদিনের প্রেমিক একই কলেজের ছাত্র, আসামপাড়া গ্রামের আরজু মিয়ার পুত্র তুষারের সাথে পালিয়ে যায় রিপা। এ ব্যাপারে বর শামীমের বাবা আব্দুল কাদির বলেন, পিত্রালয় থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাবার সময় রিপা সাড়ে ৩ ভরি ওজনের সোনার গহনা নিয়ে গেছে। এ বিয়েতে কাদির মিয়ার ৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান। এদিকে কাদির মিয়ার সাথে ঘটনা মিটিয়ে পেলতে প্রভাবশালীদের মাধ্যমে আলী হুসেন আলাপ-আলোচনা অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com