মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগর মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সাদিকুল ইসলাম পাবেল বহিস্কার মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা মহাসড়কে ট্রাক চাপায় বাসের হেলপার নিহত বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টে চুনারুঘাটকে হারিয়ে নবীগঞ্জ চ্যাম্পিয়ান

নবীগঞ্জের গোপলা বাজারে ২ দিনে ৭ দোকানে চুরি ॥ চোরকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার বাসষ্ট্যান্ডে দুই রাতে ৭টি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি হয়েছে। প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে ব্যবসায়ীরা জানান। এ নিয়ে ব্যবসায়ীদের চরম আতংক দেখা দিয়েছে। এ সব চুরির সাথে একই এলাকার চিহ্নিত এক চোর জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানান। বাজার ব্যবসায়ীরা জরুরী সভা ডেকে কুখ্যাত চোর আলালকে ধরতে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছে।
জানা যায়, উপজেলার গোপলার বাজার বাসষ্ট্যান্ডে গত শনিবার ও রবিবার রাতে দু’দফা হানা দিয়ে মুশাহিদ মিয়ার মুদির দোকান, শওকত মিয়ার ভেরাইটিজ স্টোর, রেনু মিয়ার ফলমুলের আড়ৎ, ছামাদ মিয়ার চায়ের ষ্টল, হারুন মিয়ার ধানের আড়ৎ, মুহিত মিয়ার কনফেকশনারী ও আল আমিন মিয়ার চায়ের দোকানে দুঃসাহসিক চুরি হয়। ঘটনার ২য় রাত রবিবার গভীর রাতে মুশাহিদ মিয়ার মুদির দোকানে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী ফখরুল মিয়া এলাকার কুখ্যাত চোর আলালকে ছিনতে পারেন বলে জানান। এ সময় তিনি ধাওয়া দিলে পালিয়ে যায়। পরদিন সোমবার গোপলার বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্থানীয় মতুর্জা কমিউনিটি সেন্টারে এক জরুরী সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ মুস্তাকিম আলী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আহমদ হোসেন, আব্দুল হাই মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, বিশিষ্ট মুরুব্বি আখলুছ মিয়া, মসুদ মিয়া, হেলাল মিয়াসহ আরো অনেকেই। সভায় উপস্থিত সবার সম্মুখে এ ঘটনার দায় স্বীকার করেন আলালের পিতা আলফাছ মিয়া। আগামীকাল বৃহস্পতিবারে সামাজিক বিচারে পালিয়ে যাওয়া চোরকে হাজির করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাকে ধরিয়ে আইনের হাতে তুলে দেয়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com