বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বানিয়াচংয়ের নদীগুলোতে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে ॥ দ্রুত পুনঃ খননের ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যের আশংকা

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঝিংড়ি, শাখা কুশিয়ারা, শুটকিসহ ৭ টি শাখা নদী পানি শুণ্য হয়ে পড়েছে। পাল্টে গেছে নদীর চিত্র। নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে এখন কেবলই মরা খালে। মাইলের পর মাইল জুড়ে এসব নদীর বুক জুড়ে উড়ছে ধু-ধু বালু। যানবাহনসহ লোকজন হেঁটে এপার-ওপার হতে পারছে। আবার কোথাও কোথাও নদীর তলদেশ ভরে সৃষ্টি হয়েছে ফসলের ক্ষেত। প্রতি বর্ষা মৌসুমে উজান থেকে পানির ঢলের সাথে নেমে আসা পলি জমে নদীগুলো ক্রমান্বয়ে ভরাট হয়ে গেছে। নদীর তলদেশে ২ থেকে ৩ ফুট পানি রয়েছে। সহসা বৃষ্টিপাত না হলে এ পানিটুকুও শুকিয়ে যাবে। সময়মতো নদীগুলো ড্রেজিং ও খনন সংস্কারের অভাবেই নদীগুলো মরে গেছে বলে নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছেন। নদী খননের প্রয়োজনীয় উদ্যোগ না নেয়ায় নদী তীরবর্তী বিস্তৃৃত এলাকার বোরো জমি চাষাবাদের অনুপযোগি হয়ে পড়ছে। উপজেলার ৫০ হাজার হেক্টর রোরো জমির মধ্যে প্রায় অর্ধেক জমিই সেচ সংকটের সম্মুখীন। ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার হাজার হাজার কৃষক পরিবার। বর্ষাকাল ছাড়া নদী পথে আর নৌ-পরিবহন চলাচল করতে পারছে না। এর বিরূপ প্রভাব পড়ে ধস নেমেছে নৌঘাট কেন্দ্রিক গড়ে ওঠা বাজারগুলোর ব্যবসা-বাণিজ্যের। শুষ্ক মৌসুমে নদী অববাহিকা এলাকার কয়েক সহস্রাধিক জেলে বেকার হয়ে পড়েছে। নদীতে পানি বা মাছ মিলছে না। জেলেরা পেশা বদল করে অন্য পেশায় চলে যাচ্ছে। এঅঞ্চলের প্রাকৃতিক সম্পদও উজার হতে চলেছে। ইতিমধ্যে প্রায় ৩২ প্রজাতির মিঠা পানির মাছ হারিয়ে গেছে। এককালে এসব নদীতে শীত,বর্ষা নির্বিশেষে সব মৌসুমে অথৈ পানি থাকত। চলাচল করত ট্রলার, ইঞ্জিন নৌকা ও রঙ-বেরঙের পালতোলা নৌকা। জেলা শহরের সাথে যোগাযোগ ও পণ্য আমদানি-রপ্তানির একমাত্র জলপথ। হাজার হাজার কৃষকের মালামালের বাহন ছিল এসব শাখা নদী। সেই সঙ্গে এলাকার কয়েক লাখ মানুষের আর্থিক স্বচ্ছলতার সহায়ক ছিল ওই সব নদী। কিন্তু বর্তমানে কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণে নদীগুলো সেই চিত্র কল্প কাহিনীতে পরিণত হয়েছে। সরজমিন ঘুরে ও নদী তীরবর্তী বাসিন্দা সূত্রে জানা গেছে,বানিয়াচং উপজেলা দিয়ে  প্রবাহিত শুটকি নদীর প্রায় ৩০ কিলোমিটার এলাকা মৃত। এ নদীর কোথাও কোথাও ২-৩ ফুট পানি। যানবাহনসহ হেঁটে পারাপার হচ্ছে এলাকার লোকজন। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ রতœা নদীর বিভিন্ন স্থানে ভেড়ামোহনা ইয়ারা, ছিনাই ও বছিরা নাম ধারণ করে কালনী নদীতে পতিত হয়েছে। এর উৎপত্তি খোয়াই ও করাঙ্গী নদী থেকে। এ গুরুত্বপূর্ণ নদীটি একেবারে মুমূর্ষু হয়ে পড়েছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ শাখা কুশিয়ারা নদী মরা খালে পরিণত হয়েছে। মাইলের পর মাইল জুড়ে উড়ছে ধুধু বালু। আজমিরীগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ঝিংড়ি নদী ৭৪ সালে মাটি কাটার মাধ্যমে সংস্কার হয়েছিল। এর পর দীর্ঘ ৪০ বছর পেরিয়ে গেলেও আর হাত লাগেনি। রতœা ও কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত এ নদীর ২০ কিলোমিটারের মধ্যে প্রায় অর্ধেকই পানি শূন্য। এর বুকে আবাদ হচ্ছে বোরো ফসল ও বিভিন্ন প্রকার রবিশস্য। পাল্টে গেছে নদীর চিত্র। পানির অভাবে সেচ ব্যবস্থা ভেঙ্গে পড়ে কৃষিতে নেমে এসেছে ধস। দ্রুত এসব নদীগুলো পুনঃ খনন না করলে কৃষক,কৃষি ও হাওর পাড়ের লক্ষ লক্ষ মানুষের জীবনে চরম দূর্ভোগ নেমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com