বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে আনন্দ সংগীত একাডেমীর ১২ বছর পূূর্তিতে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৩৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আনন্দ সংগীত একাডেমীর ১২ বছর পূূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ অনুষ্টান সম্পন্ন হয়। শিল্পী খালেদ আহমেদের সভাপতিত্বে ও নাজমুল হক চৌধুরী পলাশের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আলাজ্ব সাইফুল জাহান চৌধুরী, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সমাজসেবক হাজী আতাউর রহমান, আব্দুল হামিদ নিকছন, কুয়েত প্রবাসী মুজিবুর রহমান মুজিব, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসান, শওকত মিয়া, ফজলু মিয়া, আব্দুস সালাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ সংগীত একাডেমীর উপদেষ্টা আব্দুন নূর, খালেদ আহমদ জজ, সাংবাদিক সুলতান মাহমুদ, মাসুদ খান, লন্ডন প্রবাসী আব্দুল আক্কাছ, কামরুল হাসান বাবলু, মন্টি আচার্য্য, রুমন আহমেদ, সুধাংশু সূত্রধর, ফরহাদুল ইসলাম নানু, আল আমীন, জুয়েল আহমদ, ইমাদ উদ্দিন, জাহিদুর রহমান, মিজানুর রহমান, পরিমল কর, আব্দুস সবুর, দিপু সূত্রধর, শাহ আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানের কুয়েত প্রবাসী মুজিবুর রহমান মুজিব, আবু চৌধুরী মামুন হাসান অর্থায়নে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে আনন্দ সংগীত একাডেমীর শিল্পীবৃন্দের গান পরিবেশন করে অনুষ্ঠানের আগত দর্শকদের মাতিয়ে তুলেন। ঐ দিন সন্ধ্যায় আনন্দ সংগীত একাডেমীর ১২ বছর পূর্তি উপলক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফুর রহমান সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সফরে আসেন। এসময় সংগঠনের নিয়মিত শিল্পীবৃন্দের কন্ঠে গান শোনেন।
উল্লেখ্য ১২ বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং অচিরেই আনন্দ সংগীত একাডেমীকে রেজিস্ট্রেশনের ব্যাপারে সাহায্যের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com