স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের নির্মাতা, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে কীর্তিমান স্বাধীনতার মহা নায়কের জন্মদিন পালন করে। অবরোধের ১৫ দিনের শ্বাসরুদ্ধকর সন্ধ্যায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরাান ও এডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, তুষার চৌধুরী, মোহাম্মদ আলী মুসা, সেলিম আহমেদ, মুকিম চৌধুরী, এস এম আউয়াল, দেলোয়ার হোসেন দিলু, জহিরুল হক শরীফ, শাহ জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা আজিজুর রহমান, আব্দুল আহাদ আনছারী, আবুল খায়ের অপু, হারিছ মিয়া, আলী রেজা উজ্জল, ফজলুল ইসলাম ফজলু, রাশিদুজ্জামান রকি প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান বলেন, জাতির কান্তিকালে শহীদ জিয়ার আমৃত্যু লড়াই দিশেহারা মানুষকে প্রদীপ্ত করে মুক্তির আলোতে উদ্ভাসিত করছে। ঠিক তেমনিই বিধ্বস্ত দেশকে স্বনির্ভরতার উচ্চতায় উপনীত করে বিশ্বে তার আসনকে সুসংহত করেছিল।