প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে আইন শৃঙ্খলা, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি ইউনিয়ন পরিষদের মাসিক ও এলসিবিসিই রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী এসব সভা ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। কমিটির সদস্য সচিব অজিত সরকার এর পরিচালনায় বক্তৃতা করেন মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, আয়ুব আলী, ময়না মিয়া, নুর আহাম্মদ, মহিলা সদস্য সাবেরা খাতুন, আনসার ও ভিডিপি দলনেতা মোঃ সিজিল মিয়া, মুক্তিযোদ্ধা গোপীনাথ দেব প্রমূখ।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে দুপুর ১২টায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক উন্নয়ন বিষয়ে প্রতিবেদন পেশ করেন সচিব অজিত সরকার। সভায় আলোচনা পর্যালোচনা অংশগ্রহন করেন উপজেলা প্রাণি সম্পদ ভিএফএ হাজী হারুন রশিদ, স্বাস্থ্য সহকারী অলিউর রহমান, প:ক: পরিদর্শক মোঃ আজাদুল ইসলাম, প:ক: পরিদর্শিকা দেবী রানী দেব, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, ম্যারিজ রেজিষ্টার কাজী মাওলানা আব্দুল রেজ্জাক খান, ব্র্যাক মানবাধিকার কর্মী আবুল কালাম আজাদ, মা-মনি এফএফ শারমিন পারভিন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, ইউডিসি উদ্যোক্তা আনছার আলীসহ সকল ইউ.পি সদস্যবৃন্দ।
বাদ জোহর ইউ.পি হল রুমে এলসিবিসিই রিভিউ মিটিং এর সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চেয়াম্যান মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী পরিচালনায় এলসিবিসিই’র বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে রিভিউ কমিটির সদস্যরা আলোচনা অংশ গ্রহন করেন। এলসিবিসিই সভা শেষে বিকেলে ইউনিয়ন মাসিক সভা অনুষ্ঠিত হয়।