শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফর সফলে সকলের সহযোগিতা চাইলেন জেলা আওয়ামী লীগের সভাপতি

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভাসহ সকল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাইলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমুলক সভায় একথা বলেন।
সভার শুরুতে প্রারম্ভিক বক্তব্যে তিনি আরো বলেন, হবিগঞ্জের মৌলিক ও প্রাণের দাবি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যে সকল দাবি তুলে ধরব সেগুলো হলো ঃ হবিগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন, পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, স্পেশাল ইকনোমিক জোন স্থাপন, সরকারী মহিলা কলেজে অনার্স কোর্স চালু, বাইপাস সড়ক নির্মাণ, গ্যাস ও বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করা। এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য এমপি আবু জাহিরের দাবির ঘোষণার প্রতি একাত্মতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাপা নেতা এম এ মুনিম চৌধুরী বাবুু এমপি, সংরক্ষিত আসনের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, পৌর মেয়র জি কে গউছসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক কর্মকর্তা, নেতাকর্মী ও পেশাজীবি উপস্থিত ছিলেন।
পরে অন্যান্যদের বক্তব্যে মেয়র জি কে গউছ হবিগঞ্জে শিশু পার্ক ও ট্রাক টার্মিনাল নির্মাণ, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পিপি আকবর হোসেন জিতু বাল্লা স্থল বন্দর, পুরাতন রেল লাইনের উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের চুনারুঘাটের ১৭টি চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি জানান। এছাড়াও নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জের কয়েকটি কলেজ ও স্কুলকে সরকারী করণের দাবি জানান।
জাতীয় সংসদে হবিগঞ্জের ৫টি আসন ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com