শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

২৯ নভেম্বর হবিগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ সফরে আসছেন। সফরকালে তিনি ইতিপূর্বে সম্পন্ন ১৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বেলা ২টায় স্থানীয় নিউ ফিল্ডে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফর সূচি উল্লেখ করা হয়েছে প্রধামন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প, বিবিয়ানী ধনুয়া ৩৬ ইঞ্চি ব্যাস বিশিষ্ট উচ্চ চাপ পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-২ (৩৪১ মেগাওয়াট), ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ ডিফেন্স ষ্টেশন উদ্বোধন এবং পারকুলস্থ বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-১ (দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট) ও বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-৩ (উত্তর ৪০০ মেগাওয়াট), বিজনা ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই সমস্ত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় একই স্থানে অনুষ্টিত হবে।
দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করবেন। বেলা ২টায় হবিগঞ্জ শহরে অবস্থিত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নার্সিং ইন্সটিটিউট, নতুন জেলা পরিষদ অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী ভবন, হবিগঞ্জ সার্ভার ষ্টেশন, আলেয়া-জাহির কলেজ এবং জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি’র অফিস ভবন উদ্বোধন এবং শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই সব ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে একই সাথে অনুষ্টিত হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ফিল্ডে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com