স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে বাঘাসুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আইয়ুব আলী ও ছোটন মিয়ার মধ্যে জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সুমন মিয়া (১৮), দিলপারুল (৭০), মুজিবুর রহমান (৪২), আলী রহমান (৪৯)কে সিলেট ও সাইদুর রহমান (৩৮), আব্দুল সালাম (৪৫), রুহুল আমিন (১৯)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।