রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

বৃটেনের ওয়েলসের কার্ডিফে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে বদরুল মনসুর ॥ আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন ও পবিত্র সৌদি আরবকে অনুস্মরণ করে প্রতি বছরের ন্যায় সমগ্র বৃটেনের সাথে গত ৪ অক্টোবর শনিবার ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি আনন্দঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করেছে।
কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এ- ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বদরুল হক ও দ্বিতীয় জামাতের নামাজে ইমামতি করেন ক্বারী শাহ তসলিম আলী।
রিভারসাইড জালালিয়া মসজিদ এ- ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মাওলানা আসাদুল হক ও ২য় জামাতের নামাজ পড়ান হাফিজ খায়রুল আলম।
কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আলী ও মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ, রিভারসাইড মসজিদের চেয়ারম্যান মো: বশির আহমদ ও জেনারেল সেক্রেটারী হাজী লিয়াকত আলী স্ব স্ব মসজিদের মুসল্লীয়ানদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত আল্লাহতায়ালার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে।
কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারের ঈদ উল আযহার সফল ব্যবস্থাপনায় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবার, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ট্রেজারার হারুনুর রহমান, বকশী হারুনুর রশিদ, জুবায়ের আহমদ চৌধুরী, মো: দিলওয়ার চৌধুরী, শেখ মো: আনোয়ার, মতিউর রহমান, শাহ মো: গোলাম কিবরিয়া, সৈয়দ রিপন ও হাজী ময়না মিয়া অক্লান্ত পরিশ্রম করেছেন।
কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আলী ও জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ সুন্দর ও সুষ্টভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে সার্বিক সহযোগিতার জন্য কমিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com