স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া বটতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাকিব মিয়া নামে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত সাকিব হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-সাকিব বেলা সাড়ে ১১টার দিকে পাইকপাড়া বটতল এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় শায়েস্তাগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাকিব আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।