মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের কাঠখাল গ্রামে ঘটক সেজে অভিনব প্রতারণা ॥ শহরের স্বর্ণ ব্যবসায়ীসহ মহিলা আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঘটক সেজে প্রতানার আশ্রয় নিয়ে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারসহ এক মহিলাকে জনতা আটক পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তার সহযোগি শহরের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল রায়কে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামে ঘটক সেজে বিয়ের কনে দেখতে যায় সুলেখা নামে এক মহিলা। ওই বাড়িতে গিয়ে বাড়ীর পুরুষদের জানায়, হবু বর স্থানীয় পুকড়া বাজারে আছে, তাকে বাড়ীতে নিয়ে আসেন। এ সময় বাড়ীর পুরুষরা ছেলেকে নেয়ার জন্য পুকড়া বাজারে আসেন। এ সুযোগে সুলেকা চেতনানাশক স্প্রে দিয়ে বাড়ীর মহিলাদের অচেতন করে টাকা পয়সা ও স্বর্ণ নিয়ে সটকে পড়ে। এদিকে বাড়ির লোকজন পুকড়া বাজারে গিয়ে দেখেন পাত্র দাড়িয়ে থাকার বিষয়টি ভূয়া। পরে তারা বাড়িতে এসে দেখতে পান তাদের বাড়ির মহিলাদের অজ্ঞান করে কথিত ঘটক জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছে। তৎক্ষনাৎ আত্মীয় স্বজনের মাধ্যমে উমেদনগর মাদ্রাসার নিকট থেকে সুলেকাকে আটক করা হয়। পরে তাকে বানিয়াচং থানা পুলিশে সোপর্দ করা হয়। ৩নং ওয়ার্ডের মেম্বার মোফজ্জল হক ফরিদ জানান, ওই বাড়ির লোকজনের কাছ থেকে বিস্তারিত শুনেছি এবং মহিলার কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে টাকা উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলাকে বানিয়াচং থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন স্থান থেকে প্রতারণার মাধ্যমে নিয়ে আসা স্বর্ণালঙ্কার হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকার উষা শিল্পালয়ের মালিক উজ্জল রায়ের নিকট বিক্রি করে থাকে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রবিবার দুপুরে পুলিশ উষা শিল্পালয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ উজ্জল রায়কে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, উজ্জল রায় এবং সুলেকাকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com