বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

লাখাইয়ে গণসমাবেশে জি কে গউছ ॥ সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপন মানুষ বরদাস্তÍ করবে না

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- নির্বাচিত সরকার ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। বিএনপি সংস্কারের পক্ষে। গত ২ বছর পূর্বে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। অন্তর্বর্তীকালিন সরকারের সংস্কার কমিশনে যা উঠে এসেছে তার অধিকাংশই বিএনপির ৩১ দফায় রয়েছে। তাই সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।
তিনি গতকাল শনিবার বিকালে ১নং লাখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্তোষপুর গ্রামে গণসমাবেশে এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামীল আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জি কে গউছ আরও বলেন- আমাদের নেতা তারেক রহমান বলেছেন নামাজ হবে, রোজা হবে, হজ্ব হবে, দূর্গা পূজাও বাংলাদেশে হবে। এ বছর দুর্গাপূজা হয়েছে কিন্তু আওয়ামীলীগ বা কোনো দুস্কৃতিকারী কোনো একটি মন্ডপে ঢিল ছোঁড়ার সাহস দেখাতে পারেনি। কারণ আমরা মাঠে ছিলাম। আমরা প্রমাণ করেছি, এই দেশ আমাদের, এই দেশে সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল হয়েছি। শুধু সফল হলে হবে না, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- যার ইউনিয়নে, যার ওয়ার্ডে কোনো দুর্ঘটনা ঘটবে আইন শৃংখলা বাহিনী সেই অন্যায়ের বিচার করবে, কিন্তু আপনি ওই এলাকায় বিএনপির নেতৃত্ব দিতে পারবেন না। আপনাকে যদি বিএনপি করতে হয় তাহলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- আপনারা তেক্ত-বিরক্ত হন এমন বাক্য আমরা উচ্ছারণ করি না। এটা আমাদের দুর্বলতা না। যদি কোনো কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়, এলাকার শান্তি বিনষ্ট হয়, আবারও চোরাগোপ্তা হামলার চিন্তা করেন, চোরাগোপ্তা মিছিলের চিন্তা করেন, তাহলে খেয়াল রাখবেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর রাজপথে রক্ত দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনাদের ছাড় দেয়ার জন্য নয়। ধর্য্য ধরেছি, ধর্য্যরে মধ্যেই থাকতে চাই, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি চক্রান্তে লিপ্ত হন তাহলে দেশের মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে। ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুল আউয়াল ভুইয়া, এডভোকেট গুলজার খান, এডভোকেট আয়াতুল ইসলাম, আরিফ আহমেদ রূপন, এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, রফিকুল ইসলাম ছুট্টু, মোজাহিদ রানা লাফু, ফুরুখ মিয়া, ময়জুল হক প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com