নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া ও বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু তাদের এলাকায় সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও চুরি ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার দাবী জানান। নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী কুশিয়ারা নদীর পাহাড়পুর,পারকুল এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে দেদারসে অবৈধ বালু উত্তোলন, পানিউমদার ভরগাঁও গ্রামে অবৈধ পাহাড় কাটা, পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার দেবপাড়া, গজনাইপুর, পানিউমদার বিভিন্ন বাজার ও পয়েন্টে জুয়া এবং প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসার চলছে বলে উল্লেখ করেন। এছাড়া তিনি পৌরসভার ড্রেনের কাজে ধীরগতি, ঘোলডুবা মল্লিকপুর ইনাতগঞ্জের নতুন রাস্তায় ১ মাসের মাথায় ভাঙনের বিষয়ে অবগত করেন ও দাউদপুর গ্রামের ধারাবাহিকভাবে সংঘাত, থানায় একের পর এক মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন- বিগত মাসখানেক ধরে উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় গরু চুরি রোধ করা সম্ভব হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া চুরি ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান এবং স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। ওসি কামাল হোসেন জানান- নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার চিহ্নিত ডাকাতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি কাজ করছেন।
সভাপতির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নবীগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ, ফুটপাতের ব্যবসায়ীদের পৌরসভার গ্রোথ সেন্টারে পুর্নবাসন করা এবং অবৈধ টমটমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়া যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক দ্রুত সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়। এছাড়াও গজনাইপুর জনতার বাজার পশুর হাটের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।