রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১১ রমজান। আজ রমজানের মাগফিরাত দশকের শুরু হয়েছে। হাদিস শরীফে আছে, ওয়া আওসাতুহু মাগফিরাতুন’ আর তার (রমজানের) মধ্যভাগ মাগফিরাত। মাগফিরাত অর্থ ক্ষমা। গাফুর, গাফ্ফার, আফউ প্রভৃত্তি আল্লাহর গুণবাচক নাম সমূহের অর্থ ক্ষমাশীল, ক্ষমাকারী।
হাদীস শরীফে আছে- মান সমা রমাদানা ইমানান ওয়া ইহতিশাবান গুফিরালাহু মা তাকাদদামা মিন যানবিহি যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব পাবার আশায় রমজানে সিয়াম রাখবে, তার পূর্ববর্তী গুণাহগুলো ক্ষমা করে দেয়া হবে। মানবজাতির আদি পিতা হযরত আদম আলায়হিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া (আঃ) সালাম শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খেয়ে জান্নাতচ্যুত হয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁরা কয়েক’শ বছর কাকুতি-মিনতি করে তওবা ইসতিগফার করায় আল্লাহ জাল্লা শানুহু তাঁদের তওবা কবুল করেন। কুরান মজিদে ইরশাদ হয়েছে ঃ অতপর আদম (আঃ) তার রবের নিকট হতে কিছু বাক্য প্রাপ্ত হলো। আল্লাহ তাঁর প্রতি ক্ষমা পরবশ হলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু (সূরা বাকারা ঃ আয়াত ৩৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com