নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নবীগঞ্জ সার্ভিসিং সেলের আয়োজনে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হেড অব হিউম্যান রিসোর্সেস (এইচআর) পদে নিযুক্ত হওয়ায় মো: কামরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে নবীগঞ্জ সার্ভিসিং সেলের অফিসে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর জেনারেল ম্যানেজার আলী হোসেন। নবীগঞ্জ পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমানের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার প্রধান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেলের জেনারেল ম্যানেজার মো: আলী হোসেন। তিনি বলেন, “প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সব সময় মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করে। কামরুল ইসলাম এর এ পদোন্নতি তার দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি। আমরা আশা করি, তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরও সমৃদ্ধ করবেন।
নবনিযুক্ত এইচআর মো: কামরুল ইসলাম বলেন, “প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন দায়িত্বকে আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি এবং কোম্পানির সাফল্যে আরও অবদান রাখতে চাই।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রগতি লাইফ ইন্স্যুইরেন্স সার্ভিসিং সেলের (এজিএম) সুহেলী আক্তার, মিছবাহ উদ্দিন, এছাড়া মো: আবুল কাশেম, মো: শাহনেওয়াজ চৌধুরী, জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার তানভীর হোসেন, নবীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার রায়হান আহমেদ, বিল্লাল হোসেন, জয়ন্তী দাশ, মুশরাফা আক্তার মিলি, মো: শানু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য প্রগতির লাইফ ইন্স্যুরেন্স ইউনিট ম্যানেজার স্বপন রবি দাস সহ অনেকে উপস্থিত ছিলেন।