স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টা ষড়যন্ত্রের প্রতিবাদে ও কলেজের স্থায়ী ক্যাম্পাস সহ যাবতীয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ গতকাল এ স্মারকলিপি প্রদান করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন সহ নেতৃবৃন্দ।