স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আলম চৌধুরীর বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় রুহুল আলম চৌধুরীর বৃদ্ধ মা হোসনা চৌধুরী (৬০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গতকাল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানা যায়, রুহুল আলম চৌধুরী দীর্ঘদিন যাবত বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি গঠিত বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পান তিনি। দায়িত্ব পাওয়ার পর রাজনীতির সাথে তিনি আরও ঘনিষ্টভাবে জড়িয়ে পড়েন। স্থানীয় ও জাতীয় নির্বাচনে নিজ এলাকায় দলের পক্ষে তিনি ব্যাপক জনমত তৈরী করেন। এতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের সাথে তার বিরোধ দেখা দেয়।
৫ আগস্টে আওয়ামীলীগ সরকার পতনের পর রুহুল আলম চৌধুরী ও তার পরিবারের লোকজনের প্রতি নেতাকর্মীরা প্রতিশোধ পরায়ণ ও বেশি ক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা ও বিরোধী দলের নেতাকর্মীরা রহুল আলম চৌধুরীকে শায়েস্তা করতে তার বাড়ীতে যায়। এ সময় তাকে বাড়ীতে না পেয়ে তার বসতঘরে হামলা ও ভাংচুর করে। হামলার এক পর্যায়ে রুহুল আলম চৌধুরীর বৃদ্ধা মাতা হোসনা চৌধুরী (৬০) এগিয়ে আসলে হামলাকারীরা তাকে মারধোর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হাসপাতালে ভর্তি থাকা হোসনা চৌধুরী জানান, আমার ছেলে ছাত্রলীগ করত। সে মানুষের উপকার করত, কিন্তু সে কোন দিন কারো ক্ষতি করে নাই। অথচ আমাদের এলাকার কিছু মানুষ আমার সন্তানকে মারধোর করতে এসে আমাদের বসতঘর গুড়িয়ে দিয়ে গেছে। তারা আমার সন্তানকে না পেয়ে আমাকে মারধোর করেছে। আমি এই হামলার বিচার চাই।
তিনি আরো জানান, ঘটনার পর আমরা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ আমাদের এই বিষয়টি গুরুত্ব দেয়নি। তারা ব্যস্ত আছে বলে সময় ক্ষেপন করতেছে। আদৌ আমাদের মামলাটি পুলিশ নিবে কি না, আমরা জানি না। আমরা এই হামলার বিচার পাব কিনা তাও জানিনা। তবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা ওই হামলার বিচার চাই।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুনেছি এক ছাত্রলীগ নেতার বাড়ীতে ছাত্র-জনতা গিয়েছে। কিন্তু সেখানে কি হয়েছে আমরা তা জানি না। আমরা বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।