স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধে অপচেষ্টার প্রতিবাদে বন পরিবেশ জলবায়ু ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টার বাসভবনে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ পক্ষে এ স্মারক লিপি দেয়া হয়। সরকার হবিগঞ্জসহ দেশের ৬টি নয়া মেডিকেল কলেজকে অন্য মেডিকেল কলেজের সাথে সংযুক্ত করার চিন্তা করছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উপদেষ্টার উপস্থিতিতে এ সংক্রান্ত একাধিক সভা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের নেতৃবৃন্দ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জানান যে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ হাসপাতালের। ২০১৭ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজের পাঠদান শুরু হয়। ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দুইফ্লোর নিয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার হচ্ছে। কলেজের অবকাঠামো নির্মাণ না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকার অবকাঠামো নির্মানের দিকে মনযোগ না দিয়ে এটিকে অন্যত্র সংযুক্ত করার যে চিন্তা করছে তা অনভিপ্রেত ও দুঃখজনক। হবিগঞ্জের প্রায় ২৫ লাখ মানুষ কোনভাবেই মেনে নেবে না। তারা আরো জানান চিকিৎসা সেবার ক্ষেত্রে হবিগঞ্জ জেলা এমনিতেই পিছিয়ে রয়েছে। পুর্নাঙ্গভাবে মেডিকেল কলেজ চালু হলে শুধু হবিগঞ্জ নয়, পাশ্ববর্তী মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার লাখ লাখ মানুষ আধুনিক চিকিৎসার সুবিধা পাবেন। উপদেষ্টাকে আরো জানানো হয় হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার পায়তারা থেকে সরে আসার আহবান জানিয়ে তাঁরা বলেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারাদেশের সাথে সিলেট বিভাগকে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। উপদেষ্টা রিজওয়ানা হাসান বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান। সংগঠনের আহবায়ক সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও সদস্য সচিব শামসুল হুদার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি ডাঃ কামরুল হাসান তরফদার, সাংবাদিক শোয়েব চৌধুরী, এডভোকেট ছগির আহমেদ সাজ্জাদ, অধ্যক্ষ এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দিন আহমেদ সোহেল, পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।