স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে আছমিনা বেগম নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, নবীগঞ্জ কারখানা গ্রামের মোঃ ছুফি মিয়া ওরফে (ছুপন) মিয়ার পুত্র মোঃ মোফাজ্জল ইসলামের সাথে ২০২৩ সনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় উপজেলার দাউদপুর গ্রামের কৃষক আঙ্গুর মিয়ার কন্যা মোছাঃ আছমিনা বেগমের। বিয়ের পর থেকে আছমিনা পিত্রলয়েই ছিল। এদিকে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত অনুমান ১১টার দিকে তার পিত্রালয়ে পরিবারের সকলের অগোচরে সে বিষপান করে চটপট করতে থাকে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষ অবস্থায় সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আসমিনা বেগম মৃত্যু বরণ করেন। ময়না তদন্ত শেষে রাত ৮টার দিকে তাকে দাফন করা হয়।