স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী পরিবারের পক্ষ থেকে এতিম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান ও টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “ইমান আলী টেকনিক্যাল স্কুল এন্ড মাদরাসা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ইমান আলী টেকনিক্যাল স্কুল এন্ড মাদরাসা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইমান আলী টেকনিক্যাল স্কুল এন্ড মাদরাসার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মুক্তিযোদ্ধা মুর্শিদুজ্জামান রশীদ, আব্দুল কাদির, জিয়াউল ইসলাম, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নাছির ওয়াহাব, আব্দুল কাদির, মুফতি আবুল খায়ের, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ প্রদীপ দাশ সাগর, নবীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু প্রমুখ। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, মুরুব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১২০ শতক জায়গায় পৌনে দুই কোটি টাকায় ব্যয়ে ঈমান আলী টেকনিক্যাল স্কুল এন্ড মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এতে শুরুতেই ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিবে ওই প্রতিষ্ঠানটি।