মোঃ জালাল উদ্দিন রুমি ॥ হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম ও রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৯ টি উপজেলার যুবাদের নিয়ে আস্থা যুব উৎসব ২০২৫। গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য বর্ণিল সাজে র্যালী শহর প্রদক্ষিণ করে আস্থা যুব উৎসবে অংশ গ্রহণকারী ৯টি উপজেলার যুবরা। পরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হয়। জেলা প্রশাসক ডক্টর মোঃ ফরিদুর রহমান জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একই সাথে পায়রা অবমুক্ত করেন। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্বের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে বলেন, যুবরা হচ্ছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এই যুবরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখবে। যুবরা হচ্ছে রাষ্ট্রের সম্পদ ও শক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক প্রফেসর ইকরামুল ওয়াদুদ, শুভেচ্ছা কথা বলেন, সিলেট ক্লাস্টার রুপান্তরের হাসান তারেক, যুব ফোরাম প্রতিনিধি নাহা। স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহ্বায়ক ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। উদ্বোধন পর্ব শেষে প্রধান অতিথি ৯টি উপজেলার যুবদের অংশগ্রহণে স্টল গুলো পরিদর্শন করেন। যুবাদের নিজ নিজ উপজেলার শিল্প ও সাহিত্য সংস্কৃতিকে স্টল গুলোতে উপস্থাপন করার চেষ্টা করেছে । প্রধান অতিথি এসব দেখে প্রশংসা করেন। পরে শুরু হয় ৯ টি উপজেলার যুবদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমির পরিচালনায় ও হবিগঞ্জ নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক প্রফেসর একরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভারসিটির ভিসি প্রফেসর ডঃ জহিরুল হক শাকিল। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির অগ্রসৈনিক হচ্ছে যুবা’রা। দেশকে এগিয়ে নিতে হলে, আধুনিক চিন্তা মনস্ক দেশ গড়তে হলে, যুবকদের শিক্ষিত হতে হবে এবং কারিগরি শিক্ষায়, কর্মমুখী শিক্ষায়, তাদের অবস্থানকে তৈরি করতে হবে। একই সাথে মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে। তাহলেই দেশ ও রাষ্ট্র এগিয়ে যাবে। তিনি বলেন, দেশ হবে সোনার দেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক প্রফেসর অধ্যক্ষ জাহানারা খাতুন। সবশেষে অংশগ্রহণকারী উপজেলা ভিত্তিক প্রতিটি যুব ফোরামকে দেয়া হয় শুভেচ্ছা স্মারক এবং আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং যুবাদের প্রাণোচ্ছল উপস্থিতি মেলা প্রাঙ্গণকে করে তুলে আনন্দময় ও মনোরম।