নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চললেও অভিযোগ উঠেছে নবীগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ডেভিলরা। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমন অভিযোগে এবার নবীগঞ্জে আন্দোলনে নামছেন ছাত্র-জনতা। আগামী ১৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে ‘নবীগঞ্জ ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা।
ছাত্র-জনতার অভিযোগ- “অপারেশন ডেভিল হান্ট” নামের বিশেষ অভিযান শুরুর এক সপ্তাহেও গ্রেফতার হচ্ছেন না নবীগঞ্জের আওয়ামী লীগ নেতারা। শুরুর দ্বিতীয় দিনে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এরপর থেকে আর কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অন্যদিকে স্বৈরাচার সরকারের পতনের পরও আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করে নানা আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, সে সময় নবীগঞ্জে এ আন্দোলনকে “নৈরাজ্য” দাবী করে বিক্ষোভ মিছিল করে নবীগঞ্জ আওয়ামী লীগ। আন্দোলনে জড়িতদের গ্রেফতার জানিয়েছিল নবীগঞ্জের আওয়ামী লীগ নেতারা। নবীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাবিবুর রহমান হাবীব বলেন- ‘সারা বাংলাদেশে ডেভিল হান্ট চললেও নবীগঞ্জে নীরব ভূমিকায় প্রশাসন। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে বিচরণ করছে, খুনী হাসিনার দালালেরা আগেই মতই দুর্নীতি ও টেন্ডারবাজি চালিয়ে যাচ্ছে। নবীগঞ্জের ছাত্রজনতা আবারো সম্মিলিত হয়ে হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাবে যতদিন না আমাদের বিজয় সুনিশ্চিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন আপোষ হবে না। তাদের শাস্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’ এদিকে পুলিশ বলছে – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ও মামলার আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে কাজ করছে পুলিশ।