স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্ত্রীর সাথে পারিবারিক কলহ ও অভাব অনটনের কারণে বিষপান করিয়ে ২ মেয়েকে হত্যা করে পিতাও বিষপানে আত্মহত্যা করেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই এর পুত্র আব্দুর রউফ (৩২) ও তার স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী হাফিজা খাতুনের প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগেতো। রউফ বিদেশ যাবার জন্য টাকা দিয়ে বিদেশ যেতে পারেনি। মোবাইলে জুয়া খেলেও অনেক টাকা খুইয়ে আব্দুর রউফ। একটি দোকান ছিল, সেটিও অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে অভাব অনটনের কারণে দুঃশ্চিন্তায় ছিল রউফ।
সূত্র মতে, এরই মাঝে রউফের স্ত্রী হাফিজা পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েকদিন পূর্বে ১ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এতে অপর দুই শিশু কন্যা আয়েশা আক্তার (৩) ও খদিজা আক্তার (৫) কে নিয়ে বিপাকে পড়ে। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতেও ব্যর্থ হয়। সব মিলিয়ে সংসারে চলছিল অশান্তির আগুন। এতে বিক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার বিবাগত রাত ২ টার দিকে রুমের দরজা বন্ধ করে তার শিশু কন্যা আয়েশা আক্তার ও খদিজা আক্তারকে বিষ পান করায় এবং নিজেও বিষ পান করে। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত ঘোষণা করেন। এদিকে আশংকাজনক পিতা আব্দুর রউফ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে মারা যায়।