রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মানুষ জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ” প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও ব্যক্স সভাপতি মোঃ শামছুল হুদার সঞ্চালনায় এ আন্দোলন করা হয়।
বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের ভৌত অবকাঠামো না হওয়ার জটিলতায় কোনো অবস্থাতেই অন্যত্র স্থানান্তর করতে দেওয়া হবে না। অতীতের কারও ভুলের দায় পুরো হবিগঞ্জবাসীর উপরে পড়বে; তা মেনে নেওয়া যাবে না। অতি দ্রুত মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের ব্যবস্থা নিতে তাঁরা সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন, মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো চাই এবং হবিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন।
আরও বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রোটারিয়ান এমএ রাজ্জাক, ব্যবসায়ী শংকর পাল, জগদীশ চন্দ্র মোদক, শেখ মোঃ ফরিদ উদ্দিন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য সারওয়ার রহমান চৌধুরী শামীম, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) এসএনএম সামিউন্নবী চৌধুরী, রেড ক্রিসেন্ট হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, কবি তাহমিনা বেগম গিনি, প্রফেসর লতিফ হোসেন, মহিব উদ্দিন আহমেদ সোহেল, প্রভাষক আব্দুল করিম, ব্যকস উপদেষ্টা মহিবুর রহমান, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, মীর জিয়াউল হক জিয়া, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, শামসুল আলম সাজু, মুফতি মইনুদ্দিন খান তানভীর, হবিগঞ্জ মেডিকেল ছাত্র প্রতিনিধি শহিদুর রহমান প্রমুখ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com