স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের হাই স্কুলের সামনে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকাল সোমবার বিকালে ওই যুবকটি রেল লাইনের পাশ দিয়ে আসার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।