স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। অভিযানে মেয়াদোত্তীর্ণ পন্য এবং মিস্টির বক্সের অতিরিক্ত ওজন (২২৩ গ্রাম) পাওয়ায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হবিগঞ্জের সভাপতি মো. দেওয়ান মিয়া ও জেলা আইন-শৃংখলা বাহিনীর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।